দাউদকান্দিতে গাড়িচাপায় নিহত ১
কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক বয়স ৪০ বছর।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সফর উদ্দিন বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।