চবিতে সড়ক দুর্ঘটনায় ২০ শিক্ষার্থী আহত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। ফটিকছড়ির সরকারহাট এলাকায় আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহত শিক্ষার্থীদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রক্টর এস এম মনিরুল হাসান প্রথম আলোকে বলেন, প্রাথমিক সূত্র থেকে জানা গেছে, অন্য গাড়িকে অতিক্রম করতে গিয়ে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। চালকের ভুলেই এমনটি হয়ে থাকতে পারে। তবে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। আর এ দুর্ঘটনায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের সবাইকে সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।