ময়ূরটিকে ধাওয়া করছিল কুকুর
পুকুরপাড়ে একটি ‘বড় পাখি’কে তাড়া করছিল কুকুর। কৌতূহলী হয়ে কাছে গিয়ে এক ব্যক্তি দেখেন, পাখিটি ময়ূর। এরপর তিনি লোকজন ডেকে ময়ূরটি উদ্ধার করেন। খবর পেয়ে সামাজিক বন বিভাগের কর্মকর্তারা এসে পাখিটি নিয়ে গেছেন।
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ এলাকার বাচ্চা মিয়া ময়ূরটি উদ্ধার করেন। ময়ূরটি দেখার জন্য তাঁর বাড়িতে আশপাশের কয়েক শ মানুষ ভিড় করে।
বাচ্চা মিয়া বলেন, ‘বিকেলে আমি ভ্যানে করে জমিতে জৈব সার নিয়ে যাচ্ছিলাম। হাজি খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসার পুকুড়পাড়ে দেখলাম, একটি বড় পাখিকে কুকুর ধাওয়া করেছে। কাছে গিয়ে পাখিটার গলার রং দেখে বুঝতে পারি, এটা ময়ূর। পরে আমি পাশে থাকা কামরুজ্জামানসহ কয়েকজনকে জানাই। সবাই মিলে কুকুরের হাত থেকে ময়ূরটিকে উদ্ধার করে আমার বাড়ি নিয়ে আসি। এত সুন্দর একটা পাখি কুকুরের হাত থেকে রক্ষা করতে পেরে ভালো লাগছে।’
জানতে চাইলে জেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে ময়ূরটি উদ্ধার করে আমাদের কার্যালয়ে নিয়ে এসেছি। ময়ূরটি ভারত থেকে এসেছে বলে মনে হচ্ছে। ধাওয়া খেয়ে এটি বেশ ভয় পেয়েছে। তবে সুস্থ আছে। আমরা পাখিটিকে খাওয়াচ্ছি। ময়ূরটি সংরক্ষণের জন্য দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানোর প্রক্রিয়া চলছে।’