বিএনপির সাংগঠনিক শক্তি নেই, তাই এজেন্ট দিতে পারেনি: তাপস
বিএনপি প্রার্থীরা গণসংযোগের সময় নালিশ নিয়ে ব্যস্ত ছিল, এখন অভিযোগ নিয়ে ব্যস্ত আছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘বিএনপির অভিযোগ সম্পূর্ণ অমূলক। বিএনপির সাংগঠনিক কাঠামো নেই, শক্তি নেই, তাই এজেন্ট দিতে পারেনি। না পেরে আমাদের দিকে নানা অভিযোগ করছে।’
আজ শনিবার সকালে ধানমন্ডির কামরুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শেখ ফজলে নূর। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন মানেই প্রতিযোগিতা, জয়–পরাজয় হতেই পারে। ফলাফল যা–ই হোক, মেনে নেব। তবে জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী, সবাই নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। কারণ, আমরা যে পাঁচ রূপরেখা তুলে ধরেছি, ঢাকাবাসী তা সাদরে গ্রহণ করেছে।’
ভোটের পরিবেশ নিয়ে ফজলে নূর তাপস বলেন, ‘এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। কোথাও কোনো অভিযোগ পাইনি।’
দুই দিন আগে ১৭০টি কেন্দ্র দখলের ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন, এর কোনো আপডেট আছে কি না, জানতে চাইলে এই মেয়র প্রার্থী বলেন, ‘খোঁজ রাখা হচ্ছে। নিজে এসব কেন্দ্র পরিদর্শনে যাব।’
এ সময় ইভিএমে ভোট দেওয়া নিয়ে তাঁর কাছে জানতে চাইলে তাপস বলেন, ‘প্রথমবারের মতো ইভিএমে ভোট দিলাম। খুব ভালো, সহজ ও সুন্দর ব্যবস্থা।’