রমনা পার্কে শীতের বিকেল
আজ সারা দিনই ঢাকা ছিল কুয়াশাচ্ছন্ন। এর সঙ্গে রয়েছে হাড়কাঁপানো কনকনে ঠান্ডা বাতাস। ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটেও লোকজন কম। সব মিলিয়ে অনেকটাই ম্লান ছিল নগরের মুখরতা। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ শুরু হওয়া শৈত্যপ্রবাহ পাঁচ-ছয় দিন পর্যন্ত চলতে পারে, তবে তা একই সঙ্গে সারা দেশে বিস্তৃত হবে না। মূলত উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে। আজকের শীতে রাজধানীর প্রাণ রমনা পার্কের কিছু খণ্ডচিত্র নিয়ে এই ছবির গল্প