ঢাকার দুই সিটির চার মেয়র প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দেবেন
নির্বাচন সামনে রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বদলি না করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেওয়া হয়েছে। এ–সংক্রান্ত আইন উল্লেখ করে ভোটের ফলের গেজেট প্রকাশ হওয়ার পর ১৫ দিন পর্যন্ত অনুমতি ছাড়া কাউকে বদলি না করতে বলা হয়েছে।
গতকাল সোমবার ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীরের সই করা এ–সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠানো হয় বলে ইসি সূত্রে জানা গেছে।
ঢাকার দুই সিটির চারজন মেয়র প্রার্থী আজ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নূর তাপস দুপুর ১২টায় মনোনয়নপত্র জমা দেবেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন মনোনয়নপত্র জমা দেবেন বেলা আড়াইটায়।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দেবেন দুপুর ১২টায়। তাঁর প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়ালও আজ মনোনয়নপত্র জমা দেবেন।
আগামী ৩০ জানুয়ারি দুই সিটির এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল মন্ত্রিপরিষদ সচিবকে দেওয়া ইসির চিঠিতে বলা হয়েছে, এরই মধ্যে নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আপিল গ্রহণ ও আপিল নিষ্পত্তির জন্য বিভাগীয় কমিশনারকে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের মধ্য থেকে প্রয়োজনীয়সংখ্যক প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন পর্যায়ের সরকারি ও সরকারি অনুমোদনপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরাও নির্বাচনে দায়িত্ব পাবেন। এ ছাড়া ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।
আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে চিঠিতে বলা হয়, কমিশন তার দায়িত্ব পালনে সহায়তার জন্য রাষ্ট্রের যেকোনো ব্যক্তি বা নির্বাহী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবে। ওই ব্যক্তি বা নির্বাহী কর্তৃপক্ষ সে অনুযায়ী দায়িত্ব পালনে বাধ্য থাকবে। বিধিমালা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা যাবে না।