দিনে গরম, রাতে হালকা শীত
দিনে খাঁ খাঁ রোদ ও গরম, আর মাঝরাত থেকে ভোর পর্যন্ত হালকা শীত। ডিসেম্বর মাসের শুরু থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকাজুড়ে আবহাওয়া পরিস্থিতি এমনই।
আবহাওয়াবিদেরা বলছেন, শিগগির এ অবস্থা থেকে অন্তত রাজধানীবাসীর মুক্তি নেই। মাসের শেষ সপ্তাহের দিকে তাপমাত্রা কমে দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ।
গতকাল বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। বাকি এলাকাগুলোর দিনের তাপমাত্রা এখনো ২৫ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, গত নভেম্বর মাসেও দেশের অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে, তাপমাত্রা বেশি ছিল। তবে মাসের শেষের দিকে দেশের বেশির ভাগ এলাকায় শীত জেঁকে বসতে পারে।
আবহাওয়া অধিদপ্তর থেকে চলতি ডিসেম্বর মাসের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের শেষের দিকে দেশের বেশির ভাগ এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তখন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যেতে পারে। এ ছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপও সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে।