চট্টগ্রামে বিপণিকেন্দ্রে আগুন, ক্ষয়ক্ষতি
চট্টগ্রাম নগরের জহুর হকার্স মার্কেটের পাশে জালালাবাদ মার্কেট নামের একটি বিপণিবিতানে আজ শনিবার ভোর পৌনে চারটার দিকে আগুন লাগে। সকাল সাড়ে নয়টার দিকে ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়।
আগুনে বেশ কিছু কাপড়ের দোকান, গুদাম ও টেইলারিং দোকান পুড়ে গেছে। বিপণিবিতানটি সেমিপাকা।
আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি গাড়ি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসিম উদ্দীন জানান, মার্কেটে প্রচুর কাপড়ের দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।