খুলনায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু
খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রহিমা খাতুন (৬০) নামের এক নারী মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রহিমা খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের বাকি বিল্লাহর স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, রহিমা গতকাল বেলা সাড়ে তিনটার দিকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনন্দ মোহন সাহা প্রথম আলোকে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত রহিমা ভর্তি হওয়ার ঘণ্টা তিনেক পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর স্বামী বাকি বিল্লাহও ডেঙ্গুতে আক্রান্ত। স্ত্রীর মৃত্যুর পর এই হাসপাতাল থেকে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
খুলনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় পাঁচ নারীসহ আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন পাঁচজন। এ ছাড়া বেসরকারি গাজী মেডিকেল কলেজে দুজন এবং সিটি মেডিকেল কলেজে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন।