বগুড়ায় অটোরিকশার ওপর উল্টে পড়ল ট্রাক, নিহত ২
বগুড়ার শাজাহানপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ওপর পণ্যবাহী ট্রাক উল্টে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার গোহাইল বাজার এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের তোফাজ্জল বারী (৪২) ও কাহালু উপজেলার মহিষমারা গ্রামের নুরুল ইসলাম (৪৫)।
হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে নন্দীগ্রাম উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় বগুড়াগামী চিনিবোঝাই একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি অটোরিকশার ওপর উল্টে পড়ে। ট্রাক ও চিনির বস্তার নিচে চাপা পড়ে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন চার যাত্রী।
নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশ। আহত ব্যক্তিদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই কাজল কুমার নন্দী জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।