বিদ্যুৎ উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি
নবায়নযোগ্য জ্বালানি থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।
এ জন্য সরকারি কোম্পানি নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও চীনা কোম্পানি চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চুক্তিটি সই হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক–ই–ইলাহী চৌধুরী বলেন, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে অনেক জমির প্রয়োজন হয়। সে কারণে সৌরবিদ্যুতের সঙ্গে মাছ চাষ, পশু খামার ও শস্য উৎপাদন কীভাবে করা যায়, তা নিয়ে ভাবতে হবে। এটি করা গেলে নবায়নযোগ্য জ্বালানির আরও প্রসার হবে।