ফেসবুক আইডি হ্যাকের মামলায় সেই তাসনুভা কারাগারে
ফেসবুক পেজ গার্লস প্রায়োরিটি অ্যাডমিন তাসনুভা আনোয়ার বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাকের মামলায় কারাগারে গেছেন। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।
গত ২৬ মে নগরের হালিশহরের ইসতিয়াক হাসান তাঁর স্ত্রীর ফেসবুক আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন। এই মামলায় তানসুভা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামি তাসনুভা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।