টিকিট থাকলেও যাত্রীদের কাছ থেকে পুলিশের টাকা আদায়
রাজবাড়ীতে আন্তনগর ট্রেন মধুমতির যাত্রীদের কাছ থেকে রাজবাড়ী রেলওয়ে থানার পুলিশ অতিরিক্ত টাকা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের কাছে টিকিট থাকলেও পুলিশ টাকা নিচ্ছে। এ অভিযোগে গতকাল মঙ্গলবার রাজবাড়ী রেলওয়ে থানার এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম আকসাতুর রহমান। তিনি রাজবাড়ী রেলওয়ে থানায় (জিআরপি) সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।
রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটগামী আন্তনগর মধুমতি ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করে। প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে।
সরেজমিনে গত রোববার বেলা পৌনে একটার দিকে দেখা যায়, কালুখালী রেলস্টেশনে ট্রেনটি থামার পর যাত্রীরা নামতে থাকে। এ সময় ট্রেনের বাইরে প্ল্যাটফর্মে এক যাত্রীর সঙ্গে টাকা নিয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন রেলওয়ে পুলিশের এএসআই আকসাতুর। যাত্রী তাঁকে ৫০ টাকা দিতে চাইলে তা নিতে অস্বীকৃতি জানান তিনি। এ সময় এক যাত্রী বলেন, ‘স্যার, আমি গরিব মানুষ। টিকিট আছে। কাছে বেশি টাকা নেই। আজকের মতো এই টাকা নেন।’
যাত্রীরা বলেন, রোববার আকসাতুর টাকা তুলতে এসেছিলেন। একেক দিন একেকজন টাকা তোলেন। তবে তাঁরা সবাই রাজবাড়ী রেল পুলিশের লোক।
খোকশা থেকে আসা যাত্রী এলেম হোসেন বিশ্বাস বলেন, তাঁরা পাঁচজন গোয়ালন্দের টিকিট কেটেছেন। প্রতিটি টিকিটের দাম রাখা হয়েছে ৬২ টাকা করে। কোথাও জায়গা না পেয়ে মালামালের বগিতে দাঁড়িয়ে আছেন। তাঁদের কাছ থেকে পুলিশ ৫০০ টাকা নিয়েছে। টিকিট দেখালে বলেছে, এর কোনো দাম নেই। টাকা দিতে হবেই। তারা এই বগি কিনে নিয়েছে। টাকা না দিলে বগি থেকে নেমে যেতে হবে।
ট্রেনযাত্রী মো. বাচ্চু বলেন, তিনি পাংশায় থাকেন। রাজবাড়ীতে যাওয়ার জন্য দুটি টিকিট কেটেছেন। তাঁর কাছে ২০০ টাকা চেয়েছে পুলিশ। তিনি টাকা দেননি। তাই তাঁকে কালুখালীতে নামিয়ে দিয়েছে।
কালুখালী রেলস্টেশন এলাকার বাসিন্দা ফরিদ হোসেন বলেন, শুধু ঈদ নয়, প্রায় সময়ই পুলিশ যাত্রীদের ভয় দেখিয়ে টাকা তোলেন। জিআরপি পুলিশ ভাটিয়াপাড়াগামী ট্রেনের টিকিট যাত্রীদের কাটতে দেয় না। পুলিশের কাছে সিট আছে বলে ট্রেনে তোলে।
কালুখালী রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার জয়ব্রত সাহা বলেন, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। তবে আগেও জিআরপি পুলিশের বিরুদ্ধে ট্রেনের যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পেয়েছেন। বিশেষ করে কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেসে এ ঘটনা বেশি হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. আকবর হোসেন গতকাল বলেন, পাকশী রেলওয়ের পুলিশ সুপার মো. নজরুল ইসলামের মৌখিক নির্দেশে এএসআই আকসাতুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।