মালয়েশিয়াগামী ৬৭ রোহিঙ্গা আটক
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিমদাদ মিয়ার ঘাট এলাকা থেকে মালয়েশিয়াগামী ৬৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে তাঁদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে ২৩ জন পুরুষ, ২৯ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরের বাসিন্দা। দুই বছর আগে তাঁরা বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে।
আটক নারী-পুরুষেরা জানান, তিন ব্যক্তির মাধ্যমে তাঁরা সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিলেন। বাসযোগে গতকাল রাত ১২টার দিকে তাঁরা করিমদাদ মিয়ার ঘাটে পৌঁছান। এক ঘণ্টা পর ট্রলারযোগে সাগরপথে রওনা করার আগমুহূর্তে পুলিশ তাঁদের আটক করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাঁদের পাচারের ঘটনায় জড়িত ব্যক্তিদের ও যাওয়ার সম্ভাব্য পথ সম্পর্কে অনুসন্ধান করা হচ্ছে। পাচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওসি বলেন, আটক রোহিঙ্গাদের বেশির ভাগ কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে এসেছেন বলে জানা গেছে।