ডুবেছে পাকা ধান

>

ফণীর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে। ধান প্রায় পেকে এসেছে। কিন্তু খেতে জমে গেছে পানি। পানি সরে না গেলে পাকা ধান পচে নষ্ট হতে পারে। তাই দ্রুত ধান কেটে ঘরে তুলতে চান কৃষকেরা। বগুড়ার শাজাহানপুর উপজেলার চকজোড়া এলাকা থেকে ছবি তুলেছেন সোয়েল রানা।

পানিতে ডুবে গেছে পাকা ধান।
পানিতে ডুবে গেছে পাকা ধান।
পানিতে ডুবে থাকা ধান কাটা হয়ে গেছে। শুকনো এলাকায় তুলছেন কৃষকেরা।
পানিতে ডুবে থাকা ধান কাটা হয়ে গেছে। শুকনো এলাকায় তুলছেন কৃষকেরা।
ধান কাটতে ব্যস্ত কৃষক।
ধান কাটতে ব্যস্ত কৃষক।
কাটা ধান ভেজা। তাই মাঠ থেকে কেটে সড়কে মাড়িয়ে নিচ্ছেন কৃষক আবু সাজিদ।
কাটা ধান ভেজা। তাই মাঠ থেকে কেটে সড়কে মাড়িয়ে নিচ্ছেন কৃষক আবু সাজিদ।
সময় খুব কম। ধান কাটতে ব্যস্ত কৃষকেরা।
সময় খুব কম। ধান কাটতে ব্যস্ত কৃষকেরা।
ডুবে থাকা ধান খেতে পোকামাকড় খুঁজছে কসাই পাখিটি।
ডুবে থাকা ধান খেতে পোকামাকড় খুঁজছে কসাই পাখিটি।
ডুবে থাকা খেত থেকে ধান কেটে শুকনো এলাকায় নিয়ে যাচ্ছেন কৃষক।
ডুবে থাকা খেত থেকে ধান কেটে শুকনো এলাকায় নিয়ে যাচ্ছেন কৃষক।