'নুসরাত হত্যাকাণ্ডের বিচার যেন সাগর-রুনির মতো না হয়'
দ্রুততম সময়ের মধ্যে ফেনীর সোনাগাজী উপজেলার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের বিচার দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলেছে, এটি যেন কোনোভাবেই সাগর-রুনি বা তনু হত্যাকাণ্ডের মতো বিচারের ধীরগতির গহ্বরে নিক্ষিপ্ত না হয়। এ ঘটনায় এরই মধ্যে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে, সেটিকে দ্রুততার সঙ্গে দৃষ্টান্তমূলক পর্যায়ে নিয়ে যাওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।
গতকাল শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
ইসলামি শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে কেন অপ্রত্যাশিত ঘটনার খবর বৃদ্ধি পাচ্ছে—অভিভাবকত্বের জায়গা থেকে এগুলো পর্যবেক্ষণ ও তদন্ত করে করণীয় নির্ধারণের জন্য দেশের আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ ছাড়া ধর্ম, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিত্বের প্রতি মানুষের শ্রদ্ধা ও সম্মান অক্ষুণ্ন রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আলেমদের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
শিক্ষক সমিতির বিবৃতিতে বলা হয়, ‘দেশের আপামর ব্যবস্থা বিশেষ করে শিক্ষা, ধর্ম ও সংস্কৃতিমনস্কতার অসারতাই যেন জানান দিয়ে গেল নুসরাত। নৈতিকতা, মূল্যবোধ ও ধর্মীয় কঠোর অনুশীলনের পাদপীঠ মাদ্রাসা আজ নুসরাতের জন্য মৃত্যুকূপে পরিণত হলো। যে বাংলাদেশে প্রধানমন্ত্রীসহ সরকার পরিচালনার অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে নারীরা রয়েছেন, সেখানে নারীদের প্রতি এমন বর্বরতা ও নিষ্ঠুরতা আমাদের চিন্তাচেতনার শক্তিকে থমকে দেয়। এ অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে।’