সাকরাইন: ঘুড়ি ও আলোর উৎসব

>দিনভর আকাশে বাহারি নকশার ঘুড়ি উড়িয়ে সন্ধ্যায় আতশবাজি আর আগুন খেলার মধ্য দিয়ে পুরান ঢাকার বাসিন্দারা ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব পালন করেন। পৌষসংক্রান্তি উপলক্ষে সোম ও মঙ্গলবার পুরান ঢাকায় ‘সাকরাইন’ উৎসবে মেতে ওঠে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ। সারা দিন ঘুড়ি ওড়ানো শেষ করে ফায়ার শো, লেজার শো, ফায়ার স্প্রিং, গান আর ডিজের তালে তালে শেষ হয়েছে এই বাহারি উৎসব।
ঘুড়ি ওড়াতে ব্যস্ত কয়েকজন যুবক।
ঘুড়ি ওড়াতে ব্যস্ত কয়েকজন যুবক।
অপরের সাহায্য নিয়ে ঘুড়ি ওড়াচ্ছে এক শিশু।
অপরের সাহায্য নিয়ে ঘুড়ি ওড়াচ্ছে এক শিশু।
শাঁখারি বাজার এলাকায় ঘুড়িতে সুতা বাঁধতে ব্যস্ত এই শিশু।
শাঁখারি বাজার এলাকায় ঘুড়িতে সুতা বাঁধতে ব্যস্ত এই শিশু।
আকাশে বাহারি রঙের ঘুড়ির মেলা।
আকাশে বাহারি রঙের ঘুড়ির মেলা।
‘বো-কাট্টা’ বলে চিৎকার দিয়ে সবাইকে জানান দেওয়া।
‘বো-কাট্টা’ বলে চিৎকার দিয়ে সবাইকে জানান দেওয়া।
বো-কাট্টা ঘুড়ির সুতা প্যাঁচানো হচ্ছে নাটাইয়ে।
বো-কাট্টা ঘুড়ির সুতা প্যাঁচানো হচ্ছে নাটাইয়ে।
ঘুড়িতে ঘুড়িতে কাটাকাটির এই খেলা চলেছে দিনভরই।
ঘুড়িতে ঘুড়িতে কাটাকাটির এই খেলা চলেছে দিনভরই।
বাহারি নকশার বিভিন্ন ঘুড়িও উড়িয়েছেন অনেকে।
বাহারি নকশার বিভিন্ন ঘুড়িও উড়িয়েছেন অনেকে।
আবার অনেকেই ঝুঁকিপূর্ণভাবে ছাদের কিনারায় বসে উৎসব পালন করেছেন।
আবার অনেকেই ঝুঁকিপূর্ণভাবে ছাদের কিনারায় বসে উৎসব পালন করেছেন।
বেশির ভাগ ছাদেই কয়েকজন বন্ধু মিলে আয়োজন করেছে এই উৎসবের।
বেশির ভাগ ছাদেই কয়েকজন বন্ধু মিলে আয়োজন করেছে এই উৎসবের।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আগুনের খেলা ছিল চোখে পড়ার মতো।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আগুনের খেলা ছিল চোখে পড়ার মতো।
সন্ধ্যার পর পুরান ঢাকার আকাশ আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে।
সন্ধ্যার পর পুরান ঢাকার আকাশ আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে।
ফায়ার শো, লেজার শো, ফায়ার স্প্রিং, গান আর ডিজের তালে তালে শেষ হয়েছে এই বাহারি উৎসব।
ফায়ার শো, লেজার শো, ফায়ার স্প্রিং, গান আর ডিজের তালে তালে শেষ হয়েছে এই বাহারি উৎসব।