মার্চে ডাকসু নির্বাচনে আইনগত বাধা নেই
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ তুলে নিয়েছেন আপিল বিভাগ। ফলে চলতি বছরের মার্চ মাসে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ।
এক রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ জানুয়ারি হাইকোর্ট ডাকসু নির্বাচন বিষয়ে রায় দেন। এতে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে বলা হয়। রায় স্থগিত চেয়ে লিভ টু আপিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত বছরের ১ অক্টোবর চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য ওঠে।
আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন, জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন, আইনজীবী মনজিল মোরসেদ।
আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, জাতীয় নির্বাচন সামনে থাকায় ডাকসু নির্বাচন হলে বিশৃঙ্খলা হতে পারে এমন যুক্তিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই আবেদনটি করে। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক চিঠিতে দেখা যায়, ২০১৯ সালের মার্চের মধ্যে তাঁরা ডাকসু নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। আদালত হাইকোর্টের রায়ে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি ৩১ মার্চ পর্যন্ত মুলতবি (স্ট্যান্ডওভার) রেখেছেন।