বাংলাদেশের নতুন সরকারকে স্বাগত জানাল পাকিস্তান

বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের বিজয়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল গত বৃহস্পতিবার ইসলামাবাদে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন।

ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারকে স্বাগত জানাই। আমরা আশা ও প্রত্যাশা করি, সাম্প্রতিক বছরগুলোর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থেকে দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তরণ ঘটবে।’

তুরস্কের সংবাদ সংস্থা আনাদলুর খবরে বলা হয়েছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের শীর্ষ কয়েকজন নেতার ফাঁসি কার্যকরের ঘটনায় পাকিস্তানের প্রতিক্রিয়ার জেরে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির আলোকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে যাক, সেটা আমরা চাই।’

শেখ হাসিনার জয়ে ভারত ও চীন অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছে।