গুলশানের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
গুলশান ইয়ুথ ক্লাব মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে তিনি সভাস্থলে এসে পৌঁছান। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এটি রাজধানী ঢাকায় আওয়ামী লীগের প্রথম জনসভা, যেখানে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো যোগ দিলেন। জনসভায় প্রধান অতিথি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
আজকের জনসভার কারণে গুলশান-১ নম্বর থেকে গুলশান-২ নম্বরে আসার সড়কে যান চলাচল বন্ধ। সড়কে ছোট ছোট দলে লোকজন স্লোগান দিচ্ছেন, আবার কেউ কেউ ব্যান্ড পার্টি নিয়ে যাচ্ছেন। সবার গন্তব্য গুলশান ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভাস্থল।
মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহর সভাপতিত্ব বেলা পৌনে তিনটায় জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুরুতে মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা শুভেচ্ছা বক্তব্য দেন। তাঁদের সবাই ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান। পাশাপাশি গুলশান এলাকায় ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে ভোট দিয়ে জয়ী করতে বলেন।
আজকের জনসভা উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ইয়ুথ ক্লাব মাঠে এসেছেন। জনসভায় শুধু আওয়ামী লীগের নেতা-কর্মীরা নন, আওয়ামী লীগের পদে নেই এমন অনেক ব্যক্তিও মিছিল নিয়ে এসেছেন। তাঁরা নৌকা মার্কায় ভোট চেয়ে মিছিল নিয়ে এসেছেন। বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম বড় একটি মিছিল নিয়ে জনসভাস্থলে এসেছেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারাও জনসভায় উপস্থিত রয়েছেন।
১২ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরু হয়। দলীয় প্রধান শেখ হাসিনা নির্বাচনী প্রচারের উদ্বোধন করেন।