জোনায়েদ সাকির প্রচার মিছিলে হামলা
ঢাকা–১২ আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আবদুর রহিম সাকির প্রচার মিছিলে হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তেজগাঁও কলেজের পাশের গলি দিয়ে কোদাল প্রতীকের মিছিলটি অতিক্রম করার সময় এ হামলা হয়।
সাকির সমর্থকদের দাবি, তেজগাঁও কলেজের কতিপয় সন্ত্রাসী লাঠিসোঁটা হাতে মিছিলে হামলা করেছে। সন্ত্রাসীদের আরেকটি দল এ এলাকায় টানানো তাঁদের কোদাল প্রতীকের বিপুলসংখ্যক পোস্টার ছিঁড়ে ফেলেছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
বাম গণতান্ত্রিক জোটের কর্মীরা বলেছেন, এলাকার মানুষ এ ঘটনার নিন্দা জানিয়ে কোদাল প্রতীকের ভয়মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বানের সঙ্গে সংহতি ব্যক্ত করেছেন। এলাকার নাগরিকদের প্রতি জোনায়েদ সাকি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেছেন, ভয়মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বানে কারা ভয় পাচ্ছে, তাদের চিনে নিতে হবে। ৩০ তারিখ সারা দিন ধরে ব্যালটের মাধ্যমে এ নিপীড়ন ও হামলার জবাব দিতে হবে।
জোনায়েদ সাকি ভোটারদের কাছে ভোট প্রার্থনার সময় আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ ভয়ে মুখ খুলতে পারছে না, চোখের সামনে অন্যায়–অত্যাচার–অবিচার দেখলেও প্রতিবাদ করতে পারছে না। গুম-খুন আর বাক্স্বাধীনতার বিপরীতে তাই ভয়মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান নিয়ে আমরা নির্বাচনে এসেছি।’
এর আগে তৃতীয় দিনের মতো গতকাল জোনায়েদ সাকি তাঁর সংসদীয় আসনের ২৭ নম্বর ওয়ার্ডের ইন্দিরা রোড, ফার্মগেট এলাকায় নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন।