একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে দুজনকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। তবে গতকাল শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিলকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়। এতে তাঁর কর্মী-সমর্থকেরা উল্লাস প্রকাশ করেছেন।
এ আসনে বর্তমান সাংসদ আবদুল মালেকেও দ্বৈত মনোনয়ন দেওয়া হয়েছিল। এ ধরনের দ্বৈত মনোনয়ন দেওয়া ১৭টি আসনের চূড়ান্ত প্রার্থীদের তালিকা গতকাল প্রকাশ করা হয়।
তালিকায় নওগাঁ-৫ আসনে নিজাম উদ্দিন জলিলকেই চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর নিজাম উদ্দিনের কর্মী-সমর্থকেরা বিকেলে শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে আনন্দ-উল্লাস প্রকাশ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে নিজাম উদ্দিন জলিল বলেন, ‘চূড়ান্ত মনোনয়ন আমাকেই দেওয়া হবে, এ ব্যাপারে আমি সব সময় আশাবাদী ছিলাম। আমার ওপর আস্থা রাখায় আমি আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।’
নিজাম উদ্দিনের সমর্থক হিসেবে পরিচিত জেলা যুব লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নেতা বলেন, ‘আব্দুল জলিল তুমুল জনপ্রিয় ছিলেন। এখনো মানুষ তাঁকে ভালোবাসেন। এবার তাঁর ছেলে নিজাম উদ্দিন বিপুল ভোটে জয়ী হবেন বলে আমরা আশাবাদী।’
আব্দুল জলিল ১৯৭৩ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সব কটি নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন।
২০১৩ সালে তাঁর মৃত্যুর পর উপনির্বাচনে এখানে সাংসদ নির্বাচিত হন আবদুল মালেক। ২০১৪ সালের ‘একতরফা’ নির্বাচনেও তিনি জয়ী হন।