আচরণবিধি লঙ্ঘন করে এনামের মতবিনিময়

>

নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সাংসদ এনামুর রহমান।  ছবি: প্রথম আলো
নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সাংসদ এনামুর রহমান। ছবি: প্রথম আলো

নির্বাচনী সভা থেকে সাংসদ এনামুর রহমান ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। তুলে ধরেন তাঁর সময়ের নানা উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র।

আচরণবিধি লঙ্ঘন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে (সাভার) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাংসদ এনামুর রহমান গত শুক্রবার নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেন। সভা থেকে তিনি ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। তুলে ধরেন তাঁর সময়ের নানা উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র।

শুক্রবার সন্ধ্যায় সাভারের পার্বতীনগরে সাংসদের নিজ প্রতিষ্ঠান এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশে মামুন কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় দলীয় নেতা-কর্মীসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি হুসেন আলী।

মতবিনিময় সভায় ভোটাররা সাংসদ এনামকে বিনয়ী হওয়ার পাশাপাশি সবার জন্য তাঁর দরজা খোলা রাখার আহ্বান জানান।  

যোগাযোগ করা হলে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান বলেন, ‘নির্বাচনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের প্রচারণা আচরণবিধির লঙ্ঘন। এসব দেখভালের জন্য নির্বাচন কমিশন থেকে ঢাকা-১৯ ও ঢাকা-২ আসনে দুজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়গুলো তাঁদের দেখার কথা।’ তিনি বলেন, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কথা জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন।

মতবিনিময় সভায় এনামুর রহমান সবার জন্য দরজা খোলা রাখার প্রতিশ্রুতি দেন। তাঁর প্রতিষ্ঠান এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সবার সেবার জন্য সর্বদা প্রস্তুত বলে ঘোষণা দেন। তিনি বলেন, ‘এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অগ্রিম টাকা নেওয়ার কোনো ব্যবস্থা নেই। টাকা থাকুক আর না থাকুক এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।’

উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে এনামুর রহমান বলেন, পৌর এলাকার ভেতরে থানা রোড, বাজার রোডসহ কয়েকটি সড়কের উন্নয়ন করা হয়েছে। এ ছাড়া নর্দমাসহ আরও কয়েকটি সড়কের উন্নয়নকাজ এগিয়ে চলছে। পৌর এলাকার কিছু মহল্লায় জলাবদ্ধতার যে সমস্যা ছিল, তা এখন আর নেই। এসব উন্নয়নের মধ্য দিয়ে একটা সুন্দর আবাসযোগ্য পৌরসভা হয়েছে। ভবিষ্যতে আরও জনকল্যাণকর কাজ করা হবে। তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি এখান থেকেই বিজয়ের আওয়াজ উঠবে। এই ৬ নম্বর ওয়ার্ডের জনগণই আমার বিজয়ের যাত্রা শুরু করবে এবং আগামী ৩০ ডিসেম্বর সেই বিজয়ের সফল পরিসমাপ্তি ঘটবে।’

আচরণবিধি লঙ্ঘন করে মতবিনিময় সভা করার বিষয়ে কথা বলার জন্য গতকাল শনিবার একাধিকবার এনামুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।