ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে র্যাবের অভিযান
ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটী গ্রামের সরাফত হোসেনের বাড়ি গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটা থেকে ঘিরে রাখে র্যাব-৬। আজ সকালে সেখানে অভিযান চালিয়ে সরাফত হোসেনের ছেলে আখতার হোসেনকে আটক করা হয়েছে। র্যাব সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
সরাফত হোসেন দাবি করেন, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। তাঁকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, রাত তিনটা থেকে ওই বাড়িসহ আশপাশের এলাকা ঘিরে ফেলে। সকালে এলাকাবাসী র্যাবের উপস্থিতি দেখতে পায়। সকাল সাড়ে আটটার দিকে র্যাব ওই বাড়ির ভেতরে ঢোকে। নয়টার দিকে অভিযান শেষ করে আখতার হোসেনকে আটক করে।
ওই বাড়িতে কিছু জিহাদি বই পাওয়া গেছে বলে র্যাব দাবি করেছে।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মাসুদ করিম অভিযানের তথ্যের সত্যতা নিশ্চিত করেন।