সন্দেহভাজন মাদক কারবারির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি মাদক কারবারি হতে পারেন বলে ধারণা পুলিশের।
আজ রোববার সকাল সাতটার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া সৈকতসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে একটি এলজি, দুটি গুলি ও ইয়াবাভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগে ১ লাখ ১৯ হাজার ইয়াবা বড়ি পাওয়া গেছে বলে জানান টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ বি এম এস দোহা।
পুলিশ বলছে, লাশের পরনে ছিল লুঙ্গি ও জ্যাকেট। লাশের শরীরে চারটি গুলির চিহ্ন রয়েছে।
স্থানীয় লোকজন ধারণা, গুলিবিদ্ধ লাশটি মিয়ানমারের কোনো নাগরিকের হতে পারে।
পুলিশের ধারণা, ইয়াবার চালান পাচারের সময় দুই দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ব্যক্তি গুলিতে নিহত হয়ে থাকতে পারেন।
পুলিশ পরিদর্শক দোহা বলেন, আজ সকালে সাবরাং কাটাবনিয়া সৈকতসংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।