জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা মেনে নেওয়ার দাবি
সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করার জন্য সরকারকে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাতিল করে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি। আজ রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থান ধর্মঘট কর্মসূচিতে সংগঠনটির নেতা-কর্মীরা এই দাবি জানান।
২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের কঠোর সমালোচনা করে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, 'জনগণ শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন চায় না। সংসদ বহাল রেখে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো কোনো নির্বাচন এই দেশে আর হবে না। সংলাপের নামে প্রহসন বন্ধ করতে হবে। সালিস মানব, কিন্তু তালগাছ পুরোটাই আমার, এ ধরনের প্রহসন বন্ধ করুন। জনগণ সকল প্রহসনকে প্রতিহত করবে।'
সাদা দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যাপক মুজাদ্দিদ আলফে সানী, অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক হাসানুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।