বোনের উত্ত্যক্তকারীর ছুরিকাঘাতে ভাই নিহত
বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে খুন হয়েছেন ভাই। উত্ত্যক্তকারীর ছুরির আঘাতে আহত হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ভাই শেখ পাভেল ইসলাম (২২)।
ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে রাজধারীর শ্যামপুরে বাঁশপট্টি এলাকায়। তার পাভেলের বাসা শ্যামপুরের জুরাইন এলাকার মাজার গেটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পাভেলের বন্ধু বেলাল হোসেন হাসপাতালের সাংবাদিকদের বলেন, ওই এলাকায় তুহিন নামে একজন পাভেলের ছোট বোনকে উত্ত্যক্ত করত। এ নিয়ে এলাকায় সালিসও হয়েছে। কিন্তু তুহিনকে থামানো যায়নি। গতকাল শনিবারও পাভেলের বোনকে উত্ত্যক্ত করে। এরপর সন্ধ্যায় জুরাইনে তুহিনকে চড়-থাপ্পড় মারে পাভেল। এরপর রাত ১০টার দিকে তুহিন আরও ৫/৬ জনকে নিয়ে এসে বাঁশপট্টি এলাকায় পাভেলকে ছুরি দিয়ে আঘাত করে।
আহত অবস্থায় সেখান থেকে পাভেলকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহত পাভেল আজ সকালে মারা গেছেন।