স্টান্ডার্ড চার্টার্ড-প্রথম আলো প্রোগ্রামিং প্রতিযোগিতার অনলাইন বাছাই রোববার
দেশের হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক-প্রথম আলো আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতার অনলাইন বাছাইপর্ব আগামীকাল রোববার। প্রতিযোগিতার জন্য নিবন্ধিত দলগুলো বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অনলাইন বিচারক প্ল্যাটফর্ম toph.co-তে এই বাছাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার জন্য ৫৮২টি দল নিবন্ধন করেছে। স্কুল ও কলেজ—এই দুই ক্যাটাগরিতে দলগুলোকে রোববারের বাছাইয়ে অংশ নিতে হবে। প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ দলগুলোকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হবে। প্রতিযোগিতার লিংক https://toph.co/c/scb-pa-iscpc-2018-preli
প্রতিযোগিতার প্রধান বিচারক সিঙ্গাপুরভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান গ্র্যাবের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ও কম্পিউটার প্রোগ্রামিং-বিষয়ক বিভিন্ন বইয়ের লেখক তামিম শাহরিয়ার বলেন, ‘অনেক দিন ধরে ঠিক যে জিনিসটার স্বপ্ন দেখছিলাম, সেটি সঠিকভাবে হতে যাচ্ছে, তাই আমি অত্যন্ত আনন্দিত। আশা করি, গণিত উৎসবকে আমরা যেভাবে আন্দোলনে পরিণত করতে পেরেছি, প্রোগ্রামিংকেও আমরা একইভাবে একটি আন্দোলনে পরিণত করব, দেশের আনাচকানাচে ছেলেমেয়েরা প্রোগ্রামিংয়ে পারদর্শী হয়ে উঠবে, সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ তৈরির পথে আমরা এগিয়ে যাব। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও ভালোবাসার মাধ্যমে প্রোগ্রামিং আমাদের সংস্কৃতির একটি অংশ হয়ে উঠুক, সেই দিনের আশায় রইলাম।’
প্রতিযোগিতার প্রস্তুতিতে সহায়তা করার জন্য ১১ ও ১৮ অক্টোবর দুটি অনলাইন মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববারের প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত দলগুলো আগামী ২ নভেম্বর ঢাকার ফার্মগেটের এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের চূড়ান্তপর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। দুরন্ত টেলিভিশন ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এই আয়োজনের সহযোগী।