বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি দৈন্যে ভোগা একটি দল। বিএনপির মধ্যে যোগ্য কোনো লোক নেই বলেই তারা কামাল হোসেনের মতো একটা দল ত্যাগকারী নেতাকে আজকে বেছে নিয়েছে।
আজ শনিবার ভোলার সদর উপজেলা মিলনায়তনে জেলা যুব মহিলা লীগের ‘সম্মেলন প্রস্তুতি’ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এমন মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘জাতীয় জোট (জাতীয় ঐক্যফ্রন্ট) যে সাত দফা দিয়েছে, তার সবগুলো সংবিধানপরিপন্থী। কোনোটাই গ্রহণযোগ্য নয়। শুধু একটি দফা দেয়নি যে ওদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। যাদের লক্ষ্য একটাই, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। আর যা–ই হোক, তাদের এ উদ্দেশ্য সফল হবে না। বাংলার মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’
বাণিজ্যমন্ত্রী বিএনপি ও ড. কামালের সমালোচনা করে বলেন, ‘যে দলের নেতা কারাগারে, তাঁর মুক্তির জন্য বিএনপি একটা আন্দোলন করতে পারে না। (এটা অবশ্য তারা ভালো কাজ করেছে। তাদের নৈরাজ্যকর আন্দোলনে মানুষ বিরক্ত হয়)। বিএনপির কোনো আদর্শ নেই। তারা ড. কামাল হোসেনসহ কয়েকজনকে নিয়ে একটা জোট করেছে। আমি অবাক হয়ে যাই, ড. কামাল হোসেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসন থেকে। তিনি সরাসরি কোনো দিন ভোটে নির্বাচিত হতে পারেননি। ড. কামাল হোসেন জোট করলেন তাদের সাথে, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে। জোট করেছেন তাদের সাথে, যারা গ্রেনেড হামলা মামলার রায়ে ফাঁসির আসামি। জোট করেছেন তাদের সাথে, যারা ’৭১–এর স্বাধীনতাবিরোধী, মানবতাবিরোধী, মা-বোনের ইজ্জত লুণ্ঠনকারী। ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।’
প্রস্তুতি সভায় খাদিজা আক্তারকে আহ্বায়ক, নাজনিন আক্তারকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি তিন মাসের মধ্যে নতুন জেলা যুব মহিলা লীগ কমিটি গঠন করবে। সভায় আরও বক্তব্য দেন সংরক্ষিত মহিলা সাংসদ আইনজীবী মমতাজ বেগম, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক প্রভাষক খাদিজা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেহানা ফেরদৌস।
প্রস্তুতি সভায় তোফায়েল বলেন, বাংলাদেশের বিস্ময়কর উত্থান হচ্ছে। শেখ হাসিনা যদি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকেন, বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দেশ। ভোলা হবে সিঙ্গাপুরের মতো। বিএনপি যদি আবার ক্ষমতায় আসতে পারে, তাহলে এই দেশটাকে ধ্বংস করে দেবে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, ‘২৮ জানুয়ারির আগের ৯০ দিনের যেকোনো দিন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন চলাকালীন ক্ষমতায় থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সবার অংশগ্রহণের মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই। আমার বোনেরা, ঐক্যবদ্ধ হয়ে গ্রামে গ্রামে কাজ করতে হবে। ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।’
বাণিজ্যমন্ত্রী যুব মহিলা লীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ভোলার প্রতিটি গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলায় যুব মহিলা লীগের কমিটি গঠন করতে হবে। প্রত্যেককে কাজ করতে হবে।