শঙ্খের শাঁখায় ঐতিহ্য
ঢাকার ৪০০ বছরের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে শঙ্খশিল্প। হিন্দু সম্প্রদায়ের বিয়ে, পূজা-পার্বণ উপলক্ষে শঙ্খের তৈরি শাঁখা, অলংকার প্রধানত ব্যবহার হয়ে আসছে। পুরান ঢাকার শাঁখারীবাজারে হাতে গোনা ১০ থেকে ১৫ জন শিল্পী এখনো এ শিল্পকে পেশা হিসেবে ধরে রেখেছেন। শ্রীলঙ্কার জাফনা ও ভারতের চেন্নাই থেকে আসে শঙ্খ। সেগুলো থেকে তৈরি এসব নকশা করা শাঁখা ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় পর্যন্ত বিক্রি হয়। শঙ্খশিল্পী অরুণ সুর জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে শঙ্খশিল্প সংরক্ষণে এখনই সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন।