চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের কামরুজ্জামান মিন্টু। তিনি ভোট পেয়েছেন ৩২ হাজার ৮২৫। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীকের ওবায়েদুল হক মজুমদার । তিনি পেয়েছেন ১৬ হাজার ৪৩৬ ভোট।
সম্প্রতি এই উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপির দেলোয়ার হোসেন ব্যক্তিগত সমস্যা দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম জানান, সকাল ৮টা থেকে ৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে তিনজন প্রার্থীর মধ্যে অপর প্রার্থী আনারস মার্কার বাবুল আক্তার পেয়েছেন ৭ হাজার ৭ ভোট।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ১০ জুন এই উপজেলায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৫ জুলাই নির্বাচন হওয়ার কথা থাকলেও গত ২৬ জুন উচ্চ আদালতে টামটা ইউনিয়নের জাকির হোসেন ২৫ ভোটারের ভোট স্থানান্তর জন্য একটি রিট করেন।এরপর আদালত ৩ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ওবায়েদুর রহমান জানান, এই উপজেলায় ৫৮টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৭০ হাজার ৯৫৩ জন।