বাজার করার দুই ব্যাগে ৫০ লাখ টাকা
যশোরের বেনাপোলে হুন্ডির ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ রোববার দুপুরে বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের মাঠের মধ্য থেকে হুন্ডির ওই টাকা উদ্ধার করে। এ সময় এক হুন্ডি পাচারকারীকে আটক করেছেন বিজিবির সদস্যরা। আটক করা ওই পাচারকারীর নাম বাবলুর রহমান (২৩)।
বাবলুর রহমান বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের আবদুল সালামের ছেলে।
বিজিবি জানায়, আজ দুপুরে বাবলুর রহমান পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাঁর হাতে দুটি বাজার করার থলে ছিল। বেলা পৌনে দুইটার দিকে তিনি পুটখালী গ্রামের মাঠের মধ্যে ধানখেতের আইল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় সেখানে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে কিছুটা দূরে গিয়ে তাঁকে ধরে ফেলা হয়। তাঁর হাতের থলে তল্লাশি করে একটি থলের মধ্যে এক হাজার টাকার নোটের ৩০টি এবং অপর থলের মধ্যে ৫০০ টাকা নোটের ৪০টি বান্ডিল পাওয়া যায়। উদ্ধার করা মোট টাকার পরিমাণ ৫০ লাখ।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার লাবলুর রহমান বলেন, ‘পুটখালী গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে হুন্ডির ৫০ লাখ টাকাসহ পাচারকারী বাবলুর রহমানকে আটক করা হয়ে।’
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, ‘এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। আটক বাবলুর রহমানকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা টাকা থানায় জমা দেওয়া হয়েছে।’