পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারালেন চালক, নিহত ২
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা মোড়ে সড়ক দুর্ঘটনায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কলেজছাত্র ফারদিন (১৮) ও অটোরিকশার চালক মো. হানিফ (৪০)। ফারদিন নগরের নাসিরাবাদ এলাকার আবুল বশর মিলনের ছেলে। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হানিফের বাড়ি হালিশহরের ব্রিকফিল্ড এলাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, পাঁচলাইশ থানা মোড়ে পাহাড়চূড়ার কিং অন চিটাগং নামের একটি কমিউনিটি সেন্টার থেকে একটি মাইক্রোবাস নামছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি নিচে নেমে সড়কে থাকা সিএনজিচালিত একটি অটোরিকশা ও একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। পথচারী ফারদিন মাইক্রোবাসের নিচে চাপা পড়েন। গুরুতর আহত হন অটোরিকশার চালক হানিফ। দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) সুবর্ণা রানী শীল।