বিমানবন্দরে চার কোটি টাকার মোবাইল সেট, স্মার্ট ঘড়ি জব্দ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭০০ মোবাইল ফোন সেট ও ২২০টি স্মার্ট ঘড়িসহ চার কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে এসব পণ্য জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক শহীদুল ইসলাম বলেন, দুপুরে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে চালানটি বিমানবন্দরে আসে। ফ্লাইটটি আসার পর শুল্ক গোয়েন্দার সদস্যরা এয়ারফ্রেইট ইউনিটে অবস্থান নেন। কারণ শুল্ক গোয়েন্দাদের কাছে নিশ্চিত তথ্য ছিল—এয়ারওয়ে বিলে মিথ্যা ঘোষণায় এসব পণ্য আমদানি করা হয়েছে।
শহীদুল ইসলাম বলেন, এয়ারফ্রেইট ইউনিট থেকে ৫৪টি কার্টন জব্দ করা হয়। সেগুলো বিমান বন্দরের কাস্টমস আগমনী হলে বিকেল সাড়ে তিনটার দিকে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। কার্টনগুলোতে ৭০০ মোবাইল ফোন সেট ও ২২০টি স্মার্ট ঘড়িসহ বেশ কিছু ইলেকট্রনিক পণ্য পাওয়া যায়।
শহীদুল ইসলাম বলেন, পুরানা পল্টনের খন্দকার ট্রেডিং করপোরেশনের নামে এসব পণ্য আনা হয়। শুল্ক করসহ আটক পণ্যের মূল্য আনুমানিক চার কোটি টাকা। জব্দ হওয়া পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।