গুলিবিদ্ধ লাশ উদ্ধার, পুলিশ বলছে মাদক ব্যবসায়ী

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শাহীন আলী (৩৫) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মাদক পাচারকারীদের অভ্যন্তরীণ কোন্দলের শিকার হয়েছেন তিনি।

আজ শনিবার সকাল ১০টার দিকে জীবননগর থানা-পুলিশ সীমান্ত ইউনিয়নের বেণীপুর কয়ারমাঠ থেকে লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শাহীন আলী জীবননগর পৌর এলাকার আঁশতলা পাড়ার মুন্নাফ দর্জির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেণীপুর গ্রামের মাঠে সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ দেখে প্রত্যক্ষদর্শীরা জীবননগর থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিচয় জানার জন্য থানা চত্বরে নেন। এরপর পরিচিতজনেরা নিহত ব্যক্তিকে আঁশতলা পাড়ার শাহীন আলী বলে শনাক্ত করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, শাহীন আলীর বিরুদ্ধে জীবননগর থানায় একটি হত্যা ও মাদক সংক্রান্ত দশটি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে মাদকের ব্যবসা নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষের লোকেরা তাঁকে গুলি করে হত্যা করেছে। নিহতের মাথায় ও বুকে গুলির দাগ রয়েছে।