২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জিগাতলা, মিরপুরসহ সারা দেশে যা ঘটেছিল

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান এই যুবকেরা। গতকাল বিকেলে ধানমন্ডির জিগাতলায়।  ছবি: প্রথম আলো
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান এই যুবকেরা। গতকাল বিকেলে ধানমন্ডির জিগাতলায়। ছবি: প্রথম আলো
>
  • গত রোববার কুর্মিটোলায় দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হয় 
  • ৯ দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা রাস্তায় নামে
  • গতকাল ছিল আন্দোলনের সপ্তম দিন
  • সরকারের তরফ থেকে দাবি মেনে বাস্তবায়নের আশ্বাস
  • সরকারের আশ্বাস মানতে নারাজ শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গতকাল শনিবার ফের হামলা হয়। এদিন রাজধানীর ধানমন্ডি ও মিরপুর এবং নারায়ণগঞ্জ ও ফেনীতে কয়েক শ শিক্ষার্থী হামলার শিকার হয়। এতে ঢাকাতেই শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছে। এদের মধ্যে পাঁচ-ছয়জনের অবস্থা গুরুতর।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গতকাল তাদের লক্ষ করে গুলি ও ককটেল ছোড়ে। হামলাকারীরা রড, লাঠি ও বাঁশ দিয়ে তাদের বেধড়ক পেটায়। পুলিশ হামলাকারীদের পক্ষ নেয়।

পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  ছবি: প্রথম আলো
পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: প্রথম আলো

সন্ধ্যায় ধানমন্ডিতে হামলা ও সংঘর্ষের পর আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে দাবি করে, রাজনৈতিক অপশক্তি কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে হামলা করেছে। বিএনপি-জামায়াত অরাজনৈতিক শিক্ষার্থীদের আন্দোলনকে সহিংসতায় রূপ দিয়েছে।

যে ভবনে আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন হয়েছে, সেটির রাস্তার দিকের জানালার ছয়-সাতটি কাচ ভাঙা দেখা যায়। আওয়ামী লীগ দাবি করেছে, তাদের ২০-৩০ জন কর্মী আহত হয়েছেন।

গত রোববার কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হয়। এরপর ৯ দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা রাস্তায় নামে। গতকাল ছিল এই আন্দোলনের সপ্তম দিন। সরকারের তরফ থেকে দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও শিক্ষার্থীরা তা মানতে নারাজ। তারা বলছে, বাস্তবায়ন হবে এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না। এদিকে আন্দোলন দমাতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাস্তায় নামবেন এবং সরকার কঠোর অবস্থানে যাচ্ছে এমন খবর প্রচার হওয়ার পরও গতকাল বিপুলসংখ্যক শিক্ষার্থী রাস্তায় নেমে আসে। সারা দিন তারা দাবি আদায়ে বিভিন্ন মোড়ে অবস্থান নেয়, স্লোগান দেয়। অন্যান্য দিনের মতো তারা নগর পরিবহনে শৃঙ্খলা আনার বিষয়েও কাজ করে। তারা চালকের লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র যাচাই করে। এতে অনেক রাস্তায় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তিতে পড়েন মানুষজন।

জিগাতলায় হামলায় আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।  ছবি: প্রথম আলো
জিগাতলায় হামলায় আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: প্রথম আলো

ধানমন্ডিতে গুজব, হামলা-গুলি, সংঘর্ষ
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকেই ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয় ও এর আশপাশে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। জিগাতলা বাসস্ট্যান্ডের মোড়ে আন্দোলনরত কিছু ছাত্রছাত্রী গাড়ির কাগজপত্র চেক করছিলেন। সকালের দিকে আওয়ামী লীগের এক নেতার গাড়িচালকের লাইসেন্স ও কাগজপত্র চেক করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে কিছু বাগ্বিতণ্ডা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক ছিল।

বেলা একটার দিকে গুজব ছড়ায়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছেন। এরপর সায়েন্স ল্যাবরেটরি থেকে শিক্ষার্থীরা সীমান্ত স্কয়ারের দিকে রওনা হয়। সেখানে পৌঁছালে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ের দিক থেকে মাথায় হেলমেট পরে, হাতে লাঠি নিয়ে বিভিন্ন বয়সের লোকজন শিক্ষার্থীদের ধাওয়া দেয়। শিক্ষার্থীরা বিজিবি ফটকের সামনে অবস্থান নেয়। ফটকের দায়িত্বে থাকা বিজিবির সেনারা হামলাকারীদের নিরস্ত করেন। একপর্যায়ে বিজিবি তাদের দায়িত্বে ফিরে যায়।

তখন আবারও লাঠিসোঁটা ও ইট হাতে হামলাকারীরা শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। এ সময় কয়েক দফা ফাঁকা গুলির শব্দ শোনা যায় বলে উপস্থিত শিক্ষার্থীরা জানায়।

শিক্ষার্থীরাও গাছের ডাল, ইটপাটকেল নিয়ে হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করে। একপর্যায়ে শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে হামলাকারীদের জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের দিকে সরিয়ে দেয়। পরে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা, রড, রামদা নিয়ে ছাত্রদের ধাওয়া দেন এবং সীমান্ত স্কয়ারের সামনে অবস্থান নেন।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে চারজনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তাতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, বিকেল পৌনে চারটার সময় আওয়ামী লীগের কার্যালয়ের দিক থেকে ছোড়া ইটপাটকেল বিজিবি সদস্যদের গায়ে পড়লে কয়েকজন সদস্য আহত হন। তখন বিজিবির ৪০-৫০ জন সদস্য বেরিয়ে এসে দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। একই সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপও নেতা-কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার সময় হামলাকারীদের মধ্য থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে দুই ব্যক্তিকে গুলি ছুড়তে দেখা যায়। তাদের একজনের পরনে ছিল ফুলতোলা লাল শার্ট, অন্যজনের পরনে সবুজ রঙের পাঞ্জাবি। ছাত্ররা ধাওয়া দিলে হামলাকারীরা আবার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের দিকে চলে যায়। মিনিট দশেক পর সাদা টি-শার্ট পরা এক যুবককে হামলাকারীদের সামনে অবস্থান নিয়ে গুলি ছুড়তে দেখা যায়। গুলি ছুড়েই তিনি পুলিশের জটলার মধ্যে ঢুকে পড়েন।

আন্দোলনরত এক শিক্ষার্থী, গতকাল সায়েন্স ল্যাবরেটরি মোড়ে।  ছবি: প্রথম আলো
আন্দোলনরত এক শিক্ষার্থী, গতকাল সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। ছবি: প্রথম আলো

হামলাকারীরা একপর্যায়ে সাংবাদিকদের কাছ থেকে মুঠোফোন ছিনিয়ে নেয় ও ক্যামেরা ভেঙে ফেলে। তাদের হামলায় কমপক্ষে পাঁচ সাংবাদিক আহত হন। নীল রঙের টি-শার্ট ও হেলমেট পরা এক যুবক প্রথম আলোর একজন প্রতিবেদকের ফোন কেড়ে নেন। ফোন ফেরত চাইলে আওয়ামী লীগ অফিস থেকে পরে সংগ্রহ করে নিতে বলেন। চাপাচাপির একপর্যায়ে তিনি ফোনটি ফেরত দেন।

শিক্ষার্থীদের ওপর যখন হামলা চলছিল তখন আশপাশের এলাকায় মানুষ এবং রাস্তায় থাকা পথচারীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। পারভীন বানু নামের এক নারী পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে যাচ্ছিলেন। শিক্ষার্থীরা তাঁকে পার্কের ভেতর দিয়ে যেতে অনুরোধ করে। পারভীন বলেন, ‘বাবারা তোমরা ওদিকে যেয়ো না (শঙ্করের দিকে)। ওদের কাছে অস্ত্র আছে।’

পুরো ঘটনার সময় পুলিশ নীরব ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শিক্ষার্থীদের কয়েকজনকে আওয়ামী লীগ অফিসে নিয়ে যান। ফিরে এসে সীমান্ত স্কয়ারের সামনে তারা জানায়, তাদের পুরো কার্যালয় ঘুরিয়ে দেখানো হয়েছে। শিক্ষার্থীদের মৃত্যু, ধর্ষণ বা অপহরণ সম্পর্কে তারা যা শুনেছে তা গুজব ছিল। এমন কোনো ঘটনা ঘটেনি।

সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত যাকেই সন্দেহ হয়েছে তাকেই পিটিয়েছে সরকারি দলের কর্মীরা। দায়িত্বরত সাংবাদিকেরাও মারধরের শিকার হন। কাউকেই মুঠোফোনে ছবি তুলতে দেওয়া হয়নি। এমনকি কথা বলার জন্য মুঠোফোন বের করলেও তা পকেটে ঢুকিয়ে ফেলতে হুংকার ছাড়া হয়। কয়েকজনকে মুঠোফোনে তোলা ছবি মুছে ফেলতে (ডিলিট) বাধ্য করা হয়।

আহত শিক্ষার্থী এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ধানমন্ডির পপুলার হাসপাতাল ও জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসা নেন। পপুলার হাসপাতালের সমন্বয়ক ইশতিয়াক সাজ্জাদুর রহমান জানান, তাঁদের হাসপাতালে ৪৫ থেকে ৫০ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৮-১০ জনকে সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আর এম সামিউল হাসান জানান, তাঁদের হাসপাতালে অন্তত ৫০ জন চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১৩ জনের এক্স-রে করতে হয়েছে। চোখে মারাত্মক আঘাত থাকার কারণে একজনকে ইসলামিয়া আই হসপিটালে পাঠানো হয়েছে। আরও দুজনের মাথার আঘাত গুরুতর হওয়ায় তাদের পার্শ্ববর্তী আরেকটি হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে পাঠানো হয়।

জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের এগোতে বাধা দেয় পুলিশের সাঁজোয়া যান।  প্রথম আলো
জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের এগোতে বাধা দেয় পুলিশের সাঁজোয়া যান। প্রথম আলো

মিরপুরে হামলা
বিকেলে মিরপুর ১ নম্বরের পদচারী-সেতুর কাছে শিক্ষার্থীদের ওপর হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মিরপুর থানা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার উপস্থিতিতে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকেও মিরপুর ২ নম্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, এঁরা মিরপুর কলেজের ছাত্রলীগের কর্মী।

নারায়ণগঞ্জ ও ফেনীতে হামলা
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলায় ১০ শিক্ষার্থী আহত হয়েছে। বেলা সাড়ে ১১টায় শিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে। ফেনীতে হামলায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ, বাসমালিক ও চালক বাদী হয়ে ১১টি মামলা করেছে। গত বৃহস্পতি ও শুক্রবার এসব মামলা করা হলেও গতকাল এ তথ্য জানানো হয়। মামলায় আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।

শিক্ষার্থীদের ওপর হামলার ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাদের দলীয় কোনো নেতা ছাত্রদের ওপর চড়াও হয়নি। আমরাও কোনো অ্যাকশনে যাইনি। বরং কোনো কোনো ছাত্র দলীয় কার্যালয়ের সামনে গিয়ে ইটপাটকেল মারলে কর্মীরা তাদের ধাওয়া দিয়েছে। ঘটনা এইটুকুই।’

শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা ছড়ানোর বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বলপ্রয়োগ নয়, একমাত্র আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হতে পারে। আলোচনার দায়িত্ব এমন একজনকে নিতে হবে, যাঁর কথায় শিশু-কিশোরেরা আস্থা পায়। কারণ, প্রতিশ্রুতি দিয়েও বাস্তবায়ন না হওয়ার ইতিহাস আছে। এই ক্ষোভকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।