ভাতিজির বায়না মেটাতে গিয়ে...
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জাম পাড়ার জন্য গাছে ওঠে এক কিশোর। গাছের নিচে অপেক্ষা করছিল তারই ভাতিজি। হঠাৎ ডাল ভেঙে ভাতিজির ওপর পড়ে সে। এতে দুজনই গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর শিশুটি মারা যায়।
আজ শনিবার দুপুরে ঈশ্বরগঞ্জের রাজীবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম লামিয়া আক্তার (৫)। শিশুটি ওই গ্রামের পোশাককর্মী ফরিদ আহমেদের মেয়ে। আহত কিশোরের নাম তানিম মিয়া (১৫)।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, লামিয়া চাচার কাছে বায়না ধরে গাছ থেকে জাম পেড়ে দেওয়ার জন্য। একপর্যায়ে চাচা তানিম মিয়া ভাতিজির আবদার পূরণ করার জন্য জামগাছে ওঠে। লামিয়ার নানা তাহের উদ্দিন বলেন, গাছের নিচে দাঁড়িয়ে জামের জন্য অপেক্ষা করছিল লামিয়া। এ সময় হঠাৎ ডাল ভেঙে তানিম নিচে দাঁড়ানো লামিয়ার ওপর পড়ে যায়। এতে দুজনে আহত হয়।
দুজনকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটি মারা গেছে। তানিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লামিয়ার মা শিল্পী আক্তার একমাত্র মেয়েকে হারিয়ে পাগলপ্রায় হয়ে গেছেন। বারবার চিৎকার করে তাঁকে বলতে শোনা যায়, ‘আমার কলিজার টুকরারে আইন্যা দাও।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।