প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বৈঠকের আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট ও আন্তর্জাতিক বিষয় স্থান পায়।
এর আগে দুই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ১৮০ কিলোমিটার উত্তরে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে দুই দিনের সরকারি সফরে শুক্রবার সকালে কলকাতা পৌঁছান।