খালেদার চেয়ার ফাঁকা রেখে এতিমদের সঙ্গে বিএনপির ইফতার
কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চেয়ার ফাঁকা রেখে ওলামা মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি নেতারা। রমজানের প্রথম দিনে শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার পক্ষ থেকে এতিম শিক্ষার্থীসহ ওলামা-মাশায়েখদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতার শুরুর আগে মির্জা ফখরুল বলেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা এই ইফতার মাহফিলের অনুষ্ঠান করছি। প্রতি বছর পয়লা রমজানে এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনবারের প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধী দলীয় নেতা, যিনি ১৬ কোটি মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, সেই দেশনেত্রী খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। এই সময়ে তিনি কারাগারে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘প্রত্যেক বছর তিনি (খালেদা জিয়া) এখানে ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে ইফতার করেন। আজ তিনি কারাগারের অন্ধকারে একেবারে নির্জনে প্রথম রমজানের ইফতার করছেন। এটা আমাদের সকলের জন্য অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা আল্লাহ তা’লার কাছে দোয়া চাইব, আল্লাহ যেন তাঁকে অতি দ্রুত মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা এক কঠিন সময় পার হচ্ছি, যে সময়টা দেশের জন্য, জাতির জন্য অত্যন্ত ক্রান্তিকাল। এই সময়ে আমাদের সাহসের সঙ্গে, ধৈর্যের সঙ্গে মোকাবিলা করে গণতন্ত্রকে ছিনিয়ে আনতে হবে। দেশনেত্রীর মুক্তিকে ছিনিয়ে আনতে হবে।’
লন্ডনে অবস্থারত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তাঁর আজকে আপনাদের সামনে কথা বলার কথা ছিল। এখন জুম্মার নামাজে থাকায় তিনি কথা বলতে পারলেন না। তিনি আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন, রমজানুল মোবারক জানিয়েছেন।’
ইফতার মাহফিলে দলের মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ওলামা-মাশায়েখদের মধ্যে ইফতারে ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান কামাল উদ্দিন জাফরি, রাজধানীর সোবহানবাগ জামে মসজিদের খতিব শাহ ওয়ালি উল্লাহ, মসজিদ মিশনের সেক্রেটারি খলিলুর রহমান, মিরপুর জামেয়া এমদাদিয়া মাদ্রাসার মুহতামিম আবু তাহের জেহাদী, কামরাঙ্গীরচর মাদ্রাসা-ই নুরীয়ার মোহাদ্দিস মুফতি মাওলানা ফখরুল ইসলাম, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক শাহ মো. নেসারুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সেলিম রেজা প্রমুখ।
ইফতার শুরুর আগে কারাগারে অসুস্থ খালেদা জিয়ার মুক্তি ও লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।