মিরপুর বেড়িবাঁধে বাস-লেগুনা সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত

দুর্ঘটনা
দুর্ঘটনা

রাজধানীর মিরপুর এলাকার বেড়িবাঁধে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দুইটার দিকে মিরপুর বেড়িবাঁধের গোলান চটবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন শিবলী সাদিক (৩২) ও ইয়াসিন আহমেদ (২৪)। নিহত আনুমানিক আট বছর বয়সী মেয়েশিশুটির পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় পাঁচ-ছয়জন যাত্রী আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজ প্রথম আলোকে বলেন, কোনাবাড়ী পরিবহনের একটি বাস গাজীপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে বেড়িবাঁধ থেকে মিরপুর-১ নম্বরের দিকে যাচ্ছিল লেগুনাটি। চটবাড়ি এলাকায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষের ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই লেগুনার যাত্রী। 

পুলিশ সূত্রে জানা গেছে, তিনটি লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।