ঢাকায় বাসের ধাক্কায় বাবা নিহত, ছেলে আহত
ঢাকার উত্তরা এলাকায় বাসের ধাক্কায় নারায়ণ সাহা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উত্তরার পলওয়েল মার্কেটের দক্ষিণ পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের ধাক্কায় নারায়ণ সাহার ছেলে প্রান্ত সাহা (১১) আহত হয়।
নারায়ণ সাহার পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। নিহত নারায়ণ সাহার বাড়ি রাজধানীর দক্ষিণখান এলাকার ফায়দাবাদ এলাকায়।
বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, নারায়ণ সাহা ঊর্মি গ্রুপ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাঁর ছেলে পার্থ সাহা সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আজ সকালে রিকশায় করে ছেলে পার্থকে নিয়ে কোচিং সেন্টারে যাচ্ছিলেন নারায়ণ সাহা। পলওয়েল মার্কেটের সামনে আসার পর সাকুরা পরিবহনের একটি বাস তাঁদের বহনকারী রিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুজনেই রিকশা থাকে ছিটকে পড়েন। আহত অবস্থায় বাবা ও ছেলেকে একটি হাসপাতালে নেন স্থানীয় লোকজন। অবস্থার অবনতি হলে নারায়ণ সাহাকে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে মারা যান তিনি।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সাকুরা পরিবহনের বাসটি আটক করে থানায় আনা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।