ময়মনসিংহে বাস চাপায় অটোরিকশার ৬ জন নিহত
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে তারাকান্দার কাকনি এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার চালকের নাম সোনা মিয়া (৩০)। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামে। নিহত বাকি পাঁচজন ওই অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁরা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোয়ারপাড়া গ্রামের আইয়ুব আলী (৬০), আইয়ুব আলীর ছেলে আব্দুল করিম (৩০), আইয়ুব আলীর বোনের স্বামী নাজিম উদ্দিন (৩৫) ও একই এলাকার সলিম উদ্দিন (৩২) ও মাজহারুল ইসলাম (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে অটোরিকশাটি ময়মনসিংহ থেকে হালুয়াঘাটে যাচ্ছিল। কাকনি এলাকায় বিপরীত দিক থেকে আসা ইমান পরিবহনের ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাজহারুল ইসলাম মারা যান।
বিকেলে ময়মনসিংহের ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ছয়জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশগুলো তারাকান্দা থানায় রাখা হয়েছে।